Returns & Refunds Policy

এই মুহুর্তে আমাদের কোন রিফান্ড সিস্টেম নেই তবে আপনার যদি পন্য পছন্দ না হয়, হাতে পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে আমাদের কে জানাতে এবং আপনি আমাদের অন্য যেকোন পণ্য রিপ্লেস করে নিতে পারবেণ তবে তার মূল্য পর্বের পণ্যের সমান হতে হবে অথবা বাড়তি টাকা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। 

 

এবং সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগ্রিম দিতে হবে! 

 

তাছাড়া আমাদের যেকোন পণ্য আপনি যদি ক্যাশ অন ডেলিভারি তে অর্ডার করেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এবং আপনি হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলে দেখে রিসিভ করতে পারবেন। তাছাড়া আমাদের সকল পণ্য বাংলাদেশ এর যেকোন যায়গায় ৩-৫ দিন এর মধ্যে পৌঁছে যায় তবে, ক্ষেত্র বিশেষ যেমন প্রাকিতিক দুর্যোগ এর কারণে মাঝে মধ্যে দেরি হতে পারে।

 

ধন্যবাদ!